সিউল: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত আঞ্চলিক এক সম্মেলনে মঙ্গলবার বিশ্বব্যাংকের বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ এশিয়ার গরিবদের ওপর চরম আঘাত হানবে।
সম্মেলনে বিশ্বব্যাংকের পূর্ব এশিয়ার টেকসই উন্নয়নবিষয়ক পরিচালক জন রুম এশীয় মন্ত্রীদের উদ্দেশে বলেন, প্রাকৃতিক দুর্যোগে গরিবরা অন্যদের চেয়ে ক্ষতিগ্রস্ত হয়।
গত বছর তিনি তার এক বক্তব্যে বলেন, ‘এশিয়ার ১০টি দেশের মধ্যে ৬টি দেশে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা সবচাইতে বেশি। এ জন্য সে দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জিডিপি হার হ্রাস পায়। ’
রুম ওইসিডি-র এক গবেষণা জরিপের উপাত্ত উদ্ধৃত করে বলেন, ‘এশিয়ার ১০টি নগরী সবচাইতে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে গুয়াংঝৌ, সাংহাই, হো চি মিন, মুম্বাই, কোলকাতা ও ওসাকা রয়েছে।
সিউলের পশ্চিমে অনুষ্ঠিত এই আঞ্চলিক সম্মেলনে ১৯৯৭ সাল থেকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০