জাকার্তা: ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে সুনামি ও আগ্নেয়গিরির প্রভাবে নিহতের সংখ্যা ২৭২-এ উন্নীত হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছে।
রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প প্রভাবে সৃষ্ট সুনামি এবং মেরাপি পর্বতের আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটনায় নিহত ও নিখোঁজদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চলছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। খবর এএফপি, সিএনএন।
কর্তৃপক্ষ জানায়, সুনামির আঘাতে গোটা গ্রাম ধুয়ে মুছে গেছে। ভূমিকম্পের প্রভাবে সববাড়ি ঘর ভেঙ্গে গেছে।
পশ্চিম সুমাত্রা দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান হারমেনসাই বুধবার জানান, সুনামিতে ১৮২ জন নিহত এবং ৪০০ জন নিখোঁজ রয়েছে।
তিনি জানান, যখন সুনামি আঘাত করে তখন অনেক জেলে মাছ ধরতে সাগরে গিয়েছিলেন। সকালে তাদের মৃত দেহ পাওয়া গেছে।
হারমেনসাই জানান, আমরা নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধারের চেষ্টা করছি। তবে নিখোঁজদের বেশির ভাগই ভেসে যাওয়ার সক্ষাবনা রয়েছে।
নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে অস্ট্রেলিয়ার নয় জন নাগরিক রয়েছেন বলে জানা গেছে। সুমাত্রায় অস্ট্রেলিয়ার নৌব্যবসায়ী রিক হ্যালেট বলেন, ‘আমরা প্রথমে নৌকার নিচে খানিক ঝাঁকি অনুভব করি। এর কয়েক মিনিট পর প্রবল গর্জন শুনতে পাই। ’
তিনি বলেন, ‘আমি তখনই ভাবলাম এটা সুনামি। এরপর তাকিয়ে দেখি বিরাট বিরাট সাদা পানির দেয়াল আমাদের দিকে ধেয়ে আসছে। ’
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আগোলো সুপার্তো বলেন, ‘সুনামিতে ১০টি গ্রাম ভেসে গেছে। ’
এদিকে সুনামির ২৪ ঘণ্টারও কম সময়ে জাভা দ্বীপের মাইন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। হাজার হাজার লোক কালো ধোয়া দেখে পালাতে শুরু করে। এতে শিশুসহ কমপক্ষে ২৮জন নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
চিকিসৎদের একটি দল হেলিকপ্টারে করে দুর্গত এলাকার দিকে যাচ্ছে। তবে যোগযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।
ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর দেশটির প্রেসিডেন্ট সুসিলো বামবাং হ্যানয়ে অনুষ্ঠেয় আশিয়ান সম্মেলন থেকে ইন্দোনেশিয়ায় ফিরে গেছেন।
মার্কিণ প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া সফরের সময় ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা রয়েছে। ওবামার বাল্যকাল কেটেছে ইন্দোনেশিয়ায়। তিনি দেশটির ভয়াবহ প্রকৃতিক দূর্যোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সবধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন।
ওবামার মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়াকে বন্ধুর মতোই ভাবে। তবে এশিয়া সয়রের বিষয়ে তিনি বলেন, ‘আমি এখনো সফর বাতিলেরর বিষয়ে কোনো কিছু শুনিনি। ’
বাংলাদেশ স্থানীয় সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০