কুয়ালালামপুর: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার মন্তব্য করেন, চীনের সঙ্গে একযোগে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে তার দেশের। তিনি এশিয়ার প্রতিবেশী দেশটির সঙ্গে চলমান উত্তজনার ব্যাপারটা উড়িয়ে দিয়ে এ মন্তব্য করেন।
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় ব্যবসায়ী নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘ভারত ও চীন কি পরস্পর প্রতিযোগিতায় নেমেছে? আমি সত্যিই মনে করি, এক সঙ্গে কাজ করার ব্যাপারে আমাদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ’
তিনি বলেন, ‘ভারত ও চীন উভয় দেশেরই উন্নয়ন, আকাক্সা পাশাপাশি অবস্থান করার মতো বিরাট স্থান রয়েছে এই পৃথিবীতে। ’
সীমান্ত বিতর্ক, ১৯৬২ সালের সংপ্তি যুদ্ধ ও তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামার ভারতে অবস্থান সব মিলিয়ে একটি পারস্পরিক সন্দেহের পরিবেশ বিরাজ করছে দুই দেশের মধ্যে।
মনমোহন তিন দিনের সফরে মালয়েশিয়ায় রয়েছেন। এর আগে তিনি জাপান সফর করেন। তিনি টোকিওকে তার দেশের মূল্যবান খনিজ সম্পদ দেওয়ার ব্যাপারে সম্মত হন। সেসময়েই জাপান ও চীনের মধ্যে কূটনৈতিক বিবাদ চলছিলো।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০