বুয়েনস এইরেস: আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট নেস্তর কিরচনার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।
বুধবার হাসপাতালে ভর্তির পর স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
স্থানীয় গণমাধ্যম জানায়, গত সেপ্টেম্বরে কিরচনারের হৃদরোগ সংক্রান্ত একটি অপারেশন হয়েছে। আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় সান্তা ক্রুজ প্রদেশের এল কালাফাতে শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
তার স্ত্রী আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দ্য কিরচনার। নেস্তার কিরচনার ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
২০০৭ সালে মতা ছাড়ার পর থেকেই খারাপ স্বাস্থ্যের কারণে তিনি চিকিৎসাধী ছিলেন। ২০১০ সালেই তার দুটি গুরুত্বপূর্ণ অপারেশন সম্পন্ন হয়েছে।
খারাপ স্বাস্থ্যের পরও তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি আর্জেন্টিনার কংগ্রেসের একজন সদস্য ছিলেন। এছাড়া, দণি আমেরিকার আঞ্চলিক সংগঠন উনাসুর-এর মহাসচিবের দায়িত্ব ছিলো তাঁর কাঁধে।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০