জাকার্তা: সুনামি, আগ্নেয়গিরির মতো ভয়াবহ দুর্যোগ চলাকালে ইন্দোনেশিয়ার পুর্বাঞ্চলের বেশ কিছু মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন। আর ওই সব বন্যা আক্রান্ত মানুষদের ত্রাণ সহায়তা দিতে গিয়ে বৃহস্পতিবার সকালে একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
পুলিশেল মুখপাত্র বাচিয়োনো বলেন, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের প্রদেশে পাপুয়ার দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণবাহী বিমানটি বিধ্বস্ত হয়ে এ ঘটনা ঘটে। খারাপ আবহাওয়ায় জরুরি অবতরণের সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয়। খবর এএফপি’র।
ভয়াবহ সুনামি ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটল।
চলতি মাসের শুরুতেই পশ্চিম পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যায় কমপক্ষে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০