মস্কো: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভচারীদের জন্য নতুন বছরের শুভেচ্ছা উপহার পাঠিয়েছে রাশিয়া।
কাজাখস্তানে বাইকোনুর মহাকাশ কেন্দ্র থেকে রাশিয়ার একটি মহাকাশযান রওনা হয়েছে।
মস্কোর অভিযান নিয়ন্ত্রণ কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা সিনহুয়া জানায়, সয়ুজ-ইউ নামের রকেটের সাহায্যে এম-০৮এম নামের মহাকাশযানটি উড়ে যায়।
মহাকাশ স্টেশনের জন্য এই যানে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং নভচারীদের জন্য অক্সিজেন, পানি, কাপড় ও খাবার পাঠানো হয়েছে।
একইসঙ্গে তাদের জন্য নতুন বছরের উপহার নিয়ে যাওয়া হচ্ছে বলেও রাশিয়ার কেন্দ্রীয় মহাকাশ সংস্থা রসকসমস জানায়। উপহারসামগ্রীর মোড়ক ৩১ ডিসেম্বর খোলার জন্য খোলার জন্য নির্দেশ দেওয়া রয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০