ঢাকা: উত্তর কোরিয়ার সেনারা দক্ষিণ কোরিয়া সীমান্তের ভেতরে গুলি চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে হাওয়াচিয়ন সীমান্তে এ ঘটনা ঘটে।
দক্ষিণ কোরিয়ার টেলিভিশন চ্যানেল ওয়াইটিএন টিভির বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ খবর জানাচ্ছে।
ইয়োনহাপ সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ গুলি ছুঁড়েছে উত্তর কোরীয় সেনারা।
প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে রয়টার্স।
সংবাদ সংস্থাটির খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, দুই দেশের মধ্যে গুলি বিনিময় হয়েছে।
এদিকে, গুলির ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে বিবদমান দুই প্রতিবেশী দেশের মধ্যে।
আগামী ১১ ও ১২ নভেম্বর সিউলে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনকে সামনে রেখে এ গুলির ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময় ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০