ঢাকা: মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু তার প্রেমের মৃত্যু হয় না। বেঁচে থাকে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী।
গল্পের প্রথমাংশ গণসমাধি খোঁড়াখুঁড়ির, আর শেষাংশ অমর প্রেমের! ইউনিভার্সিটি অব লিসেস্টার আর্কিওলজিস্টের প্রত্নতাত্ত্বিকরা লিচেস্টারশায়ারের হ্যালটনের একটি গ্রামে খোঁড়াখুঁড়ি করতে গিয়ে ১১টি কঙ্কালের সঙ্গে দু’টি বিশেষ কঙ্কাল আবিষ্কার করেন। প্রত্নতাত্ত্বিকরা বিস্ময়ভরে লক্ষ্য করেন, কঙ্কাল দু’টির দুই হাত জোড়া লেগে আছে।
পরে কার্বন ডেটিং টেকনোলজির মাধ্যমে গবেষকরা বুঝতে পারেন, এই জোড়া কঙ্কাল চতুর্দশ শতকে সমাধিস্থ করা কোনো যুগলের। সমাধিস্থ করার সময় দু’জনের বয়স প্রায় সমান ছিল।
দুই হাত এক করে যুগলকে সমাধিস্থ করা হলেও কেন তাদের গ্রামের প্রধান গির্জায় সমাধিস্থ না করে ছোট অখ্যাত সমাধিস্থলে সমাহিত করা হয়েছে এ নিয়ে এখনও বিভ্রম কাটেনি গবেষকদের।
তবে তারা মনে করছেন, বিদেশি, অসুস্থ বা অপরাধী হওয়ার কারণে তাদের প্রধান গির্জার বাইরে সমাধিস্থ করা হয়েছে।
তবে, যতো রকমের বিভ্রমই থাকুক, সাতশ’ বছর আগের জোড়া হাত এতোকাল ধরে এক থাকাটা সবার জন্যই বিস্ময়ের।
বাংলাদেশ সময়: ১৫০৪ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪