ঢাকা: ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে নতুন প্রতিবেশী বলে অভিহিত করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মতে, গুগল এখনকার শিক্ষক-দাদু-দাদীদের অলস বানিয়ে দিয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিলিকন ভ্যালিতে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মোদী। এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। রোববার সফরের চতুর্থ দিন কাটাচ্ছেন তিনি।
তিন দশকেরও বেশি সময় পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী রোববার সিলিকন ভ্যালিতে পা রাখলেন। অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী গুজরাটি এবং পাঞ্জাবি সম্প্রদায়ের ভারতীয়রা।
মোদী দেশকে ডিজিটালাইজড করতে তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে অনুষ্ঠানে বলেন, দেশের সর্বত্র ইন্টারনেট ছড়িয়ে দিতে ব্রডব্যান্ডকে ছয় লাখ গ্রামে পৌঁছে দেওয়া হবে। ৫০০টি রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই দেওয়া হবে। এই প্রকল্পে গুগলের সাহায্য পাওয়া যাবে।
ভারতীয় প্রধানমন্ত্রীর কথায়, সব স্কুল-কলেজে ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া হবে। হাইওয়ে নির্মাণের মতোই আই-ওয়েজ নির্মাণও সমান গুরুত্বপূর্ণ। প্রশাসন যেন সবার নাগালের মধ্যে থাকে, তাই মোবাইল গভরন্যান্স বাস্তবায়ন হবে। এর মাধ্যমেই দেশে সঠিক অর্থে উন্নতি সম্ভব।
সিলিকন ভ্যালির অনুষ্ঠানের পর মোদী অ্যাপল, মাইক্রোসফট, অ্যাডব, সিসকো ও গুগলের মতো মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে সাক্ষাৎ করেন। এদের সঙ্গে বৈঠকের পর ফেসবুকের সদর দফতরেও যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এইচএ