ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় যুক্তরাষ্ট্রের হামলায় সার্বিয়ান দূতাবাসের অপহৃত ২ কর্মীও নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
লিবিয়ায় যুক্তরাষ্ট্রের হামলায় সার্বিয়ান দূতাবাসের অপহৃত ২ কর্মীও নিহত ছবি : সংগৃহীত

ঢাকা: লিবিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সম্প্রতি যে হামলা চালিয়েছে, তাতে অপহৃত সার্বিয়ান দূতাবাসের দুই কর্মীও নিহত হয়েছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সার্বিয়ার প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ভুসিস এ কথা সাংবাদিকদের জানান।



তিনি বলেন, সম্প্রতি লিবিয়ায় থাকা আমাদের দূতাবাস থেকে ওই দুই স্টাফকে অপহরণ করে নিয়ে যায় আইএস। আর শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী আইএসের স্থাপনা লক্ষ্য করে হামলা চালালে সেখানে বন্দি থাকা আমাদের কর্মীরাও প্রাণ হারান।

ওই হামলায় অন্তত ৩০ সন্দেহভাজন আইএস জঙ্গি নিহত হয়। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত বছর তিউনিশিয়ায় দু’টি আত্মঘাতী হামলায় জড়িত জঙ্গিদের একজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলায় নিহতদের বেশিরভাগই তিউনিশিয়ার নাগরিক।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।