ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিজিতে এক ঘণ্টার ব্যবধানে দু’বার ভূমিকম্প, তাণ্ডব চালাচ্ছে ‘উইনস্টন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ফিজিতে এক ঘণ্টার ব্যবধানে দু’বার ভূমিকম্প, তাণ্ডব চালাচ্ছে ‘উইনস্টন’

ঢাকা: প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দেশ ফিজিতে এক ঘণ্টার ব্যবধানে মাঝারি আকারের দু’টি ভূমিকম্প আঘাত হেনেছে।

রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিলো ৫ দশমিক ১ এবং অপর ভূমিকম্পটির মাত্রা ছিলো ৫ দশমিক ৮ ।



শনিবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

খবরে বলা হয়, শনিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ৩৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩৮ মিনিটে) প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। প্রায় এক ঘণ্টা ব্যবধানে স্থানীয় সময় দুপুর ৩ টা ৫১মিনিটে (বাংলাদেশ সময়: রাত ৯টা ৫১মিনিটে ) দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে

ভূমিকম্প দু’টির কেন্দ্রস্থল ছিলো ফিজির নদই দ্বীপ এর আশপাশে। প্রথম ভূমিকম্পটির কেন্দ্র ছিলো নদই দ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৫৯৫.৫ কিলোমিটার গভীরে এবং দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ছিলো একই দ্বীপের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ৫৭৯.৪ কিলোমিটার গভীরে।

এদিকে দেশটিতে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইনস্টন’। এর প্রভাবে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। নিহত ওই বৃদ্ধ কোরো দ্বীপের বাসিন্দা বলে জানিয়েছে দেশটির রেডিও এফএম৯৮.৬।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, নির্ধারিত সময়ের আগেই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। আঘাতের সময় এর বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১২১ মাইল।

এদিকে, ঘূর্ণিঝড়ে অনেক এলাকায় রাস্তার উপর গাছপালা পড়ে থাকার ছবি প্রকাশ করেছে সংবাদমাধ্যম। ফলে যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া তাঁর ছিঁড়ে অনেক এলাকায় বন্ধ রয়েছে বিদ্যু‍ৎ সংযোগ। প্রচণ্ড বাতাসে অনেক এলাকায় বাড়ির ছাদ উড়ে যাওয়ার কথা জানিয়েছেন বাসিন্দারা।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ও জানমালের নিরাপত্তায় দেশটিতে আগামী ৩০ দিন রাষ্ট্রীয় প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে সরকার। ঘোষণা করা হয়েছে কারফিউ।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আরএইচএস/

** ফিজিতে ‘উইনস্টন’র তাণ্ডব, নিহত ১
** সময়ের আগেই ফিজিতে ‘উইনস্টন’র আঘাত
** ফিজিতে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইনস্টন’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।