ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে ‘হুমকি’, ম্যানিলায় ‘আইসোলেটেড’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে ‘হুমকি’, ম্যানিলায় ‘আইসোলেটেড’

ঢাকা: ফিলিপাইনের ম্যানিলা বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ‘হুমকির’ ঘটনায় সরিয়ে রাখার (আইসোলেটেড) খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।  

মেট্রোপলিটন পুলিশ প্রধান বলেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি।  

ফিলিপাইন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, এয়ারলাইন্সের এসভিএ ৮৭২ ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ৩টায় ম্যানিলা বিমানবন্দরে অবতরণ করে। সৌদি আরবের জেদ্দা থেকে আসা ফ্লাইটটিতে আরোহী রয়েছেন তিনশ’ জন।

তবে স্থানীয় কোনো কোনো সংবাদমাধ্যম টুইটারে বিষয়টি ‘হাইজ্যাক’ বলে উল্লেখ করেছে। প্লেনটি বর্তমানে নির্ধারিত রানওয়ে ৬-এ অবস্থান করছে।  

এক বিবৃতিতে ম্যানিলা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি অবতরণের ২০ মাইলে দূরে ম্যানিলা কন্ট্রোল টাওয়ার থেকে সর্তক করা হয়।  

এদিকে কোনো কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, পাইলট ‘ভুলবশত’ অ্যালার্ট বাটনে চাপ দিয়েছেন। একই কথা বলেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬/আপডেট: ১৫২৭ ঘণ্টা
জেডএস‍

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।