ইয়ালা: থাইল্যান্ডের দেক্ষিণের প্রদেশে সন্দেহভাজন মুসলিম জঙ্গিরা পৃথক হামলায় স্কুলশিক্ষকসহ তিন জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ শুক্রবার এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার বিকালে নারাথিওয়াট প্রদেশে সাই সা খোন অঞ্চলের স্কুল থেকে ফেরার পথে ওই শিকের গুলি চালানো হয়।
কর্তৃপ জানিয়েছে, একইদিন ইয়ালা শহরের একটি বাজারে রেলওয়ের একজন কর্মচারীকে দুই জন বন্দুকধারী গুলি করে হত্যা করে।
পাত্তানি প্রদেশের নংচিক অঞ্চলে অপর এক হামলার ঘটনায় আততায়ীর গুলিতে এক মুসলিম গ্রাম প্রধান নিহত হন।
গত মাসে থাইল্যান্ডের দণিাঞ্চলে ঝঞ্ঝাটপূর্ণ তিনটি মুসলিম-অধ্যুষিত প্রদেশে অক্টোবর পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত বছরে থাইল্যান্ডে চার হাজার একশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
থাই সেনারা জানিয়েছে, ওই অঞ্চলের শিা প্রতিষ্ঠানগুলো রার জন্য অর্ধেকেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে। শিাপ্রতিষ্ঠানগুলোর ওপরই জঙ্গিরা হামলা চালিয়েছে থাকে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০