কাবুল: আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি ন্যাটো ঘাঁটিতে শনিবার সকালে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। ওই অঞ্চলের পুলিশ এ তথ্য জানিয়েছে।
ন্যাটোর আন্তর্জাতিক প্রতিরা সহায়তা বাহিনীর (আইএসএএফ) প থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খোস্ত প্রদেশে মার্কিন পরিচালিত একটি ঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটেছে।
আইএসএএফ’র একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, “আমি জানতে পেরেছি, হামলা এখনো চলছে। আমরা বিস্তারিত তথ্য পাচ্ছি। ”
স্থানীয় পুলিশপ্রধান আবদুল হাকিম ইশাকযায় জানান, তালেবান জঙ্গিরা অগ্রসর অভিযান ঘাঁটিতে হামলা চালায়। এরপর তারা পশ্চাদপসারণ করে প্রদেশের খোস্ত শহরের একটি স্কুলে আশ্রয় নেয়।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এএফপিকে জানান, তারা ওই ঘাঁটিতে আত্মঘাতি হামলাকারী পাঠিয়েছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০