ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হলেও অনড় থাকবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হলেও অনড় থাকবে তুরস্ক ডোনাল্ড ট্রাম্প ও রজব তৈয়ব এরদোগান। ছবি: সংগৃহীত

ঢাকা: আমেরিকান যাজকের মুক্তির ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের হুমকির পরও তুরস্ক নিজের অবস্থানে অনড় থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

রোববার (২৯ জুলাই) তুরস্কের সংবাদমাধ্যম ‘হাবার্তুকের’ বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।  

এরদোগান বলেন, তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বি-পক্ষীয় সম্পর্ক এ বিতর্কের ওপর নির্ভর করছে।

নিষেধাজ্ঞা আরোপ করা হলেও আমরা পিছু হটবো না। তাদের (যুক্তরাষ্ট্রের) ভুলে যাওয়া উচিত নয়, তারা খুবই আন্তরিক এক মিত্রকে হারাবে।  

মার্কিন যুক্তরাষ্ট্রের যাজক অ্যান্ড্রু ব্রুনসন দুই দশকের বেশি সময় ধরে তুরস্কে বসবাস করছেন। ২১ মাস তুরস্কের জেলে আটক থাকার পর সম্প্রতি তাকে গৃহবন্দি করা হয়েছে।  

২০১৬ সালে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে ব্রুনসনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির সঙ্গে কাজ করার অভিযোগ রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই যাজকের ৩৫ বছর কারাদণ্ড হতে পারে।  

তবে যাজক অ্যান্ড্রু ব্রুনসন তার বিরুদ্ধে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।