ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথমবারের মতো মাছ ধরার পেশায় আসছে সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
প্রথমবারের মতো মাছ ধরার পেশায় আসছে সৌদি নারীরা প্রতীকী ছবি

প্রথমবারের মতো মাছ ধরার পেশায় আসছে সৌদি আরবের নারীরা। এরইমধ্যে ৬০ জন নারীকে মাছ ধরা শেখানো হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পুরুষতান্ত্রিক সমাজের বাধা ভাঙতেই সৌদি সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।  

এতদিন সৌদি আরবে মাছ ধরার পেশায় নারীরা আসতে পারতেন না। তবে ২০১৯ সালের পর থেকে সৌদি আরবে নারীরা বিভিন্ন পেশায় অংশ নিচ্ছে।  

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ৬০ জন নারীকে মাছ ধরার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করবে।  

সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় এই প্রশিক্ষণের আয়োজন করেছে।  

এই কর্মসূচির প্রধান নির্বাহী কর্মকর্তা মুস আল কানানি বলেন, এই উদ্যোগের লক্ষ্য সৌদি যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া যাতে তারা মাছ ধরার শিল্পে কাজ করতে পারে।

ভিশন ২০৩০কে সামনে রেখে টেকসই উন্নয়ন অর্জন এবং সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যময় করার লক্ষ্যে সৌদি সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান মুস আল কানানি।  

সূত্র: গালফ নিউজ

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।