ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

জুলাই উইমেনস ডে: দেখানো হলো মনোমুগ্ধকর ড্রোন-শো

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৯, জুলাই ১৪, ২০২৫
জুলাই উইমেনস ডে: দেখানো হলো মনোমুগ্ধকর ড্রোন-শো

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারীদের অবদান স্মরণ করে প্রদর্শিত হয়েছে মনোমুগ্ধকর ড্রোন-শো।  

সোমবার মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এটি প্রদর্শিত হয়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক সহস্র নারী শিক্ষার্থী এই শো উপভোগ করেছেন।  

শো-তে অভ্যুত্থানে নারীদের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।  

এসময় অভ্যুত্থানের সময়ে ছড়িয়ে পড়া বিভিন্ন কথা দেখানে হয়েছে। এরমধ্যে একটি জনপ্রিয় বাক্য 'পোস্ট ডিলিট করো, সমস্যা হবে' দেখানো হয়েছে।  

এছাড়া শেখ হাসিনার বিদ্রুপাত্মক কথা মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কী রাজাকারের নাতিপুতিরা পাবে? 

এছাড়া 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার', মাতৃভূমি অথবা মৃত্যু' বাক্য দেখানো হয়েছে।  

এছাড়া জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ, বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে শহীদ আবরার ফাহাদ এবং ১৫ জুলাই ছাত্রলীগের হাতে নির্যাতিত তন্বীর প্রতিকৃতি দেখানো হয়েছে।  

এফএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।