ঢাকা: জুলাই আন্দোলনের সময় সম্পৃক্ত নারীদের খুঁজে বের করতে ১০০ জন নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ সোমবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
উপদেষ্টা বলেন, প্রত্যেক নারী যোদ্ধাকে খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এজন্য ১০০ জন নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। জুলাই যোদ্ধা এই নারীরা সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। প্রথমে তাঁদের খুঁজে বের করে কাউন্সেলিং করা হবে। পরবর্তী সময়ে তাদের কীর্তি সংরক্ষণ করা হবে।
উপদেষ্টা বলেন, অনেকে জানিয়েছেন তারা সামনে আসতে রাজি নয়। কেন এমন হলো, এটা খুঁজে বের করতে হবে। তাদের কাউন্সেলিং করতে হবে। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কিছুদিন আগেও যে নারীরা রাজপথে দাঁড়িয়ে যুদ্ধ করল, এখন তারা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে, এই চিত্র ভালো বার্তা দেয় না।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
এমআইএইচ