ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, মে ৩, ২০২৫
গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়।

পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেওয়ালিয়াবাড়ী এলাকায় প্রথমে একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও ১৩টি ঝুট গুদাম ও সুতা তৈরির একটি কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্নসহ আশপাশের ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৩টি ঝুট গুদাম ও সুতা তৈরির একটি কারখানা এবং মালপত্র পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৩টি ঝুট গুদাম ও সুতা তৈরির একটি কারখানা পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি।  

আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।