চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র এবং পলাতক সমালোচিত পুলিশের সাবেক ডিআইজির দেহরক্ষীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) গভীর রাতে জেলা পুলিশ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে এ ১৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- নাচোল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, পলাতক সমালোচিত সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের সাবেক দেহরক্ষী ও ঘনিষ্টজন আল মামুন , নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারিক আলি এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের ডান হাত বলে পরিচিত হাম্মাদ আলী।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, হাম্মাদ আলীর বিরুদ্ধে ৫ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সরকারি মালখানা লুটপাটের অভিযোগ রয়েছে এবং ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে একটি বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় নাচোল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু , নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারিক আলিসহ ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে শিবগঞ্জ থানা পুলিশ সাবেক ডিআইজি নুরুল ইসলামের দেহরক্ষী ও তার সহযোগী আল-মামুনকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের তার বাড়ি থেকে আটক করেছে। আটক আল মামুন শিবগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মফিজ উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, পৌর এলাকার মর্দানা গ্রামে দায়ের হওয়া একটি বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম জানান, গ্রেপ্তারদের স্ব স্ব থানা থেকে এনে শুক্রবার দুপুরের পর আদালতে সোপর্দ করা হয়।
জেএইচ