ফেনী: ফেনীতে ‘চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল’ স্থাপন, লালপুলে আন্ডারপাস নির্মাণ, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মুসাপুর ক্লোজার পুনঃনির্মাণ, বল্লামুখা ও মুহুরী নদীতে বেড়িবাঁধ এবং রেলগেট ক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন দাবিতে স্মারকলিপি দিয়েছে ফেনী সমিতি ইউকে।
বৃহস্পতিবার লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে হাইকমিশন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ স্মারকলিপি প্রদান করা হয়।
হাইকমিশনার স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলোর বিষয়ে একমত পোষণ করেন এবং তা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ডিপুটি হাইকমিশনার মোহাম্মদ হযরত আলী খান এবং প্রেস মিনিস্টার আকবর হোসেন।
ফেনী সমিতি ইউকের ট্রাস্টিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাজাহান, আশরাফ উদ্দিন ও খুরশীদ আলম।
আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে আহ্বায়ক ওলি উল্লাহ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবু নাসের মুহাম্মদ মুজাহিদ, সদস্য সচিব ব্যারিস্টার নিজাম উদ্দিন, রাসেল ও সদস্য খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
এসএইচডি/এসআইএস