বরিশাল: বরিশালে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। সে কে, কোন দলের-সেটা দেখার বিষয় নয়।
শুক্রবার (৯ মে) বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
সঙ্গে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এ সময় সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করেন দুই উপদেষ্টা।
ফাওজুল কবির খান বলেন, মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট হয়েছে, গ্রামীণ কোনো উন্নয়ন হয়নি।
জনকল্যাণে উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা।
অপরদিকে বরিশালের মীরগঞ্জে বহুল প্রতীক্ষিত সেতু নির্মাণে কাজ চলছে বলে জানান সড়ক পরিবহন উপদেষ্টা।
এমএস/এসআইএস