ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় পঞ্চগড়ে মিষ্টি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৬, মে ১১, ২০২৫
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় পঞ্চগড়ে মিষ্টি বিতরণ

পঞ্চগড়: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তে পঞ্চগড়ে আনন্দ মিছিল করেছে সর্বস্তরের মানুষ। একই সঙ্গে বিতরণ করা হয়েছে মিষ্টি।

শনিবার (১০ মে) রাতে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণার খবরে পঞ্চগড়ে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

এর আগে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের করে স্থানীয়রা। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কে গিয়ে শেষ হয়।  

এ সময় নাচে-গানে ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয় চার পাশ। এ সময় স্লোগানে বলতে শোনা যায় ‘লীগ ধর, জেলে ভর’। আনন্দ মিছিলে নানা বয়সের মানুষ অংশগ্রহণ করে। পরে সবাইকে মিষ্টি বিতরণ করা হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমরা শুনেছি দেশ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। একই সঙ্গে দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে। জুলাই ও আগস্ট থেকে শুরু করে এর পূর্বে আওয়ামী লীগ যত অপকর্ম করেছে তার বিচার নিশ্চিত করতে হবে। আমরা আওয়ামী লীগের বিচার দেখে যেতে চাই। শহীদদের যে রক্ত বাংলার জমিনে ঝরেছে। আমরা এর ন্যায্য বিচার চাই। আমরা আশা করি এর মাধ্যমে বাংলাদেশ থেকে অন্যায় ও ফ্যাসিবাদ দূর হবে।  

একই সঙ্গে অন্য বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের যে মর্যাদা আমরা তা এখনো পাইনি। আমাদের ভাইয়েরা আন্দোলন করছেন, সেই আন্দোলনের মধ্যেই আমরা খবর পেয়েছি যে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আমরা চাই আগামীতে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী কোনো দল আমাদের দেশে যেন আর না আসে।

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণার খবরের পর ঘণ্টাব্যাপী আনন্দ মিছিলে পঞ্চগড়ের সাধারণ মানুষদের পাশাপাশি জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই মঞ্চ পঞ্চগড়ের নেতাকর্মীসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।