চুয়াডাঙ্গা: সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে চুয়াডাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধীনস্থ জগন্নাথপুর সীমান্তের শূন্যরেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ও ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুভাষ চন্দ্র গাঙ্গুয়ার নেতৃত্বে উভয় বাহিনীর স্টাফ অফিসার, কোম্পানি কমান্ডার ও ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিলেন।
বৈঠকে ঠাকুরপুর থেকে মুন্সিপুর সীমান্ত এলাকায় বাঁশের বেড়ার সঙ্গে কাঁটাতারের বেড়া স্থাপন সংক্রান্ত বিষয়টি বিজিবির পক্ষ থেকে উত্থাপন করা হয়। জানানো হয়, আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণ আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থি।
বৈঠকে আরও আলোচনা হয়, সীমান্তের শূন্যরেখায় ড্রোন উড্ডয়ন এবং বিএসএফ সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন দেশের নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার বিষয়টি। এসব বিষয়ে বিএসএফ কমান্ড্যান্টকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানায় বিজিবি, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে না ঘটে।
আসন্ন ঈদুল আজহাকে ঘিরে সীমান্তের অরক্ষিত অঞ্চল দিয়ে গরু চোরাচালানের আশঙ্কা নিয়েও আলোচনা হয়। এ ধরনের অপরাধ প্রতিরোধে দুই বাহিনীর তৎপরতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন উভয়পক্ষের কর্মকর্তারা।
বৈঠকে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, যৌথ টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়ে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডাররা একমত পোষণ করেন।
বৈঠক শেষে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডাররা জগন্নাথপুর বিজিবি ক্যাম্প ও গোংরা বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত সীমান্ত মেইন পিলার ৯৭ এবং সংশ্লিষ্ট সাব-পিলার ও টি-পিলারগুলো যৌথভাবে পায়ে হেঁটে পরিদর্শন করেন।
এ সময় উভয় পক্ষের স্টাফ অফিসার ও কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।
এসআরএস