ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় নাহিদকে পেয়ে কাঁদলেন শহীদ পরিবারের সদস্যরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, জুলাই ৫, ২০২৫
বগুড়ায় নাহিদকে পেয়ে কাঁদলেন শহীদ পরিবারের সদস্যরা বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।  

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বগুড়া শহরের পর্যটন মোটেলে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

নাহিদ ইসলামকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি শহীদ পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন অনেকে। এ সময় তারা গণঅভ্যুত্থানে নিহত স্বজনদের জন্য দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের মাধ্যমে শহীদদের আত্মত্যাগ ও মর্যাদা নিশ্চিত করা হবে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও পুলিশের যারা ছাত্র-জনতার ওপরে গুলি চালিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, বছর ঘুরে আবার এসেছে জুলাই। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শহীদদের শ্রদ্ধা জানানোর দিনগুলো আমরা পালন করব।  

নাহিদ আরও বলেন, শহীদ পরিবারগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক চিরন্তন। বর্তমান সরকার হোক বা ভবিষ্যতের সরকার, সব সরকারেরই দায়িত্ব হবে এসব পরিবারের আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা।

সাক্ষাৎ শেষে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের সাতমাথা পর্যন্ত পদযাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে সাতমাথায় পথসভার আয়োজন করা হয়।

শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও উপস্থিত ছিলেন।

জিডি/এমইউএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।