ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

সারাদেশ

এক ট্রলারে মিলল প্রায় ৪০ লাখ টাকার ইলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, জুলাই ১৩, ২০২৫
এক ট্রলারে মিলল প্রায় ৪০ লাখ টাকার ইলিশ ইলিশ

দীর্ঘদিন নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ার পর অবশেষে সাগরে গিয়ে সফলতার মুখ দেখলেন পটুয়াখালীর জেলেরা। কুয়াকাটা উপকূল থেকে প্রায় ১৫০ কিলোমিটার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে এক ট্রলারে ধরা পড়েছে ৬৫ মণ ইলিশ।

এই মাছ বিক্রি হয়েছে প্রায় ৩৯ লাখ ৬০ হাজার টাকায়।

রোববার (১৩ জুলাই) দুপুরে পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছগুলো নিয়ে আসে এফবি সাদিয়া-২ নামে একটি মাছ ধরার ট্রলার। মেসার্স খান ফিস আড়তে এসব মাছ নিলামে তোলা হলে মুহূর্তেই ক্রেতাদের ভিড় জমে। ইলিশগুলোর মধ্যে বড় আকৃতির প্রতি মণ বিক্রি হয় ৯৫ হাজার টাকায়, মাঝারি আকৃতির ৭০ হাজার এবং ছোট আকৃতির প্রতি মণ ৫৬ হাজার টাকায়। এছাড়া অন্যান্য সামুদ্রিক মাছ বিক্রি হয়েছে ১ লাখ ১৭ হাজার টাকায়।

ট্রলারের মাঝি শাহাবুদ্দিন জানান, ৯ জুলাই আমরা আলীপুর ঘাট থেকে ২৩ জন জেলে নিয়ে রওনা হই। বৈরী আবহাওয়ার কারণে আগে মাছ তেমন পাইনি। এবার কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে জাল ফেলে প্রচুর ইলিশ পাই। এটা আমাদের জন্য অনেক বড় স্বস্তি।

মেসার্স খান ফিস-এর ম্যানেজার মো. সাগর ইসলাম বলেন, অনেক দিন পর এমন বড় চালান এসেছে। জেলেরা দীর্ঘদিন লোকসানে ছিল। এই আয়ের মাধ্যমে তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা ও প্রাকৃতিক প্রতিকূলতার পর সাগরে মাছের আনাগোনা বাড়ছে। এটা নিষেধাজ্ঞার সুফল বলেই মনে করি। আবহাওয়া অনুকূলে থাকলে সামনে আরও বেশি মাছ পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, ইলিশ প্রজনন মৌসুমে প্রতিবছর সরকার নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরা বন্ধ রাখায় এই সাফল্য বলে দাবি মৎস্য সংশ্লিষ্টদর।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।