ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

সারাদেশ

আমরা চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না: জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, জুলাই ২২, ২০২৫
আমরা চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না: জামায়াত আমির বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান

রংপুর: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আমরা নিজেরা চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না।  


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ঘুষ কেউ নেবে না, যারা নেওয়ার জন্য হাত বাড়াবে তাদের হাত অবশ করে দেওয়া হবে।



মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদরের মমিনপুর হাইস্কুল মাঠে এক দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।  

এর আগে ঢাকার জাতীয় সমাবেশে যোগ দিয়ে হিট স্ট্রোকে মারা যাওয়া সদ্যপ্রয়াত জামায়াত নেতা শাহ আলম মিয়ার মৃত্যুতে দোয়া অনুষ্ঠানে অংশ নিতে হেলিকপ্টারযোগে হাইস্কুল মাঠে অবতরণ করেন শফিকুর রহমান।  

জামায়াত আমির বলেন, ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত যারা সংসদ সদস্য হবেন, আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই তবে আমাদের কেউ কোনো সরকারি প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবে না।  

তিনি বলেন, আগে ঘর সামলাই, পরে বাইরে সামলাব ইনশাআল্লাহ। এক দেশে দুই আইন চলবে না। আমরা যখন নেব না, তখন কাউকে নিতেও দেব না। গর্জন করব সংসদে, রাজপথে এবং আপনাদের সঙ্গে নিয়ে।

রাজনীতিতে ‘ভিক্ষুকের মানসিকতা’ নিয়ে না আসার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি জঘন্য অপরাধ। মানুষের পকেট কেটে যারা দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, তাদের বলছি—ভিক্ষা অনেক ভালো এর থেকে।

তিনি বলেন, আমরা লড়াই করব না অভিজাত শ্রেণির জন্য। ওরা নিজেদের স্বার্থ বোঝে। আমরা লড়াই করব কৃষক, শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মীদের সম্মান ফিরিয়ে আনার জন্য। দেশের মানুষের সম্পদ পাহারা দেওয়াই আমাদের লড়াই।

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে শফিকুর রহমান আরও বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক শিশু প্রাণ হারিয়েছে। মায়ের বুক ফাটানো এই কান্না জাতিকে নাড়া দিয়েছে। আমরা শোকাহত পরিবারগুলোর পাশে আছি এবং শহীদ শিশুদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করি। আর যারা আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন—আল্লাহ তাদের শেফায়ে কামেলা দান করুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা ও জেলা সভাপতি ফিরোজ আফ্রিদি প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।