ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

জীবননগরে নিজ ঘরে একজনকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, জুলাই ২৬, ২০২৫
জীবননগরে নিজ ঘরে একজনকে গলা কেটে হত্যা এক ব্যক্তিকে গলা কেটে হত্যা, লাশ দেখতে উৎসুক জনতার ভিড়

চুয়াডাঙ্গার জীবননগরে দিনদুপুরে নিজ বাড়িতে মনিরুল ইসলাম ফেলা (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মনিরুল ফেলা ওই গ্রামের মৃত দিদার আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে উপজেলার বালিহুদা গ্রাম থেকে এসে মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জমি কিনে নিজ বাড়িতে বসবাস শুরু করেন মনিরুল। তিনি কৃষিকাজের পাশাপাশি কলার ব্যবসা ও দিনমজুরের কাজ করতেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তার ঘরের মধ্যে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। লাশ উদ্ধারের সময় নিহত ব্যক্তির পরিবারের কোনো সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।