ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ি দখল করে নিতে বৃদ্ধ বাবা ধন মিয়ার (৭৮) হাত-পা ভেঙে ও কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
সোমবার (২৮ জুলাই) রাতে তাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠান চিকিৎসকরা।
এর আগে বিকেলে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ধন মিয়া জানান, তার দুই স্ত্রীর দুই সংসার। প্রথম স্ত্রীর ঘরে পাঁচ ছেলে ও এক মেয়ে। ২য় স্ত্রীর ঘরে দুই ছেলে ও তিন মেয়ে আছে। পেশায় কৃষিজীবী হলেও তিনি তার দুই স্ত্রীর সাত ছেলেকে আলাদাভাবে সাতটি বাড়ি দিয়েছেন এবং তিনি ছোট স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে থাকেন। প্রথম স্ত্রীর ৩য় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে। তাকে দান করা বাড়িতে সে নিজে বসবাস না করে বৃদ্ধ বাবার বাড়ির অর্ধেক দখলে নিয়েছে। এখন সেই ছেলে পুরো বাড়ি দখল করে নিতে চায়। এ নিয়ে সোমবার ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হলে সে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। পরে ছোট স্ত্রীর দুই ছেলেসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ছেলে মাসুক মিয়ার মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তবে এখনও কেউ থানায় অভিযোগ করেননি।
আরএ