গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাচুয়া এলাকায় একটি বিলে নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার কেবির বাড়ি এলাকার নুর আলমের ছেলে মাহিন (১৬) ও উপর জনের নাম বায়েজিদ হোসেন (৩৫), তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, কাপাসিয়া উপজেলার পাচুয়া এলাকায় একটি বিলে শাপলা ফুল দেখতে নৌকা দিয়ে ৫ জন ঘুরতে যায়। একপর্যায়ে নৌকাটি বিলের মধ্যে ডুবে যায়। এ সময় স্থানীয়রা বায়েজিদকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং মাহিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা করে মাহিনকে মৃত ঘোষণা করে।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের লিডার সাবেদ আলী খান জানান, পাচুয়া বিলে একটি ছোট নৌকা নিয়ে ৫ জন শাপলা ফুল দেখতে ঘুরতে যায়। এ সময় নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা ছুটে গিয়ে বায়েজিদকে মৃত অবস্থায় এবং মাহিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মাহিনকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
আরএস/জেএইচ