ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

সারাদেশ

খুলনায় স্ত্রীর সাবেক স্বামীর হাতে ভ্যানচালক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, আগস্ট ২, ২০২৫
খুলনায় স্ত্রীর সাবেক স্বামীর হাতে ভ্যানচালক খুন

খুলনা: খুলনায় আল-আমীন শিকদার (৩৩) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে তার স্ত্রীর সাবেক স্বামী। শনিবার (২ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়ার কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল বলেন, আলামিনের স্ত্রী'র পূর্বের স্বামী ঝিনাইদাহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

নিহতের শ্যালক মো. রবিউল ইসলাম বলেন, 'আল-আমিনকে কুপিয়ে হত্যার পর আমার বোন রিপা তাকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। '

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত (ব্রড ডেড) ঘোষণা করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এমআরএম

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ