ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

সারাদেশ

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদের লাগাতার কর্মসূচির হুশিয়ারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, আগস্ট ৬, ২০২৫
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদের লাগাতার কর্মসূচির হুশিয়ারী

বাগেরহাট: বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করার প্রস্তাবের প্রতিবাদে এবার জরুরী সভা করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। বুধবার (০৬ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায়, বাগেরহাট সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শেখ শাহেদ আলী রবি, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব মোশাররফ হোসেন মন্টু, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সভাপতি ডা. লুৎফুল কবির, সদস্য সচিব শামীম বেগ, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যান সমিতি, বাগেরহাট জেলা শাখার চেয়ারম্যান গাজী মতিয়ার রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।

সভায়, বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করার প্রস্তাবের তীব্র নিন্দা জানানো হয়। চারটি আসন বহাল রাখার দাবিতে স্মারকলিপি দেওয়ার ঘোষনা দেন। যদি নির্বাচন কমিশন এই প্রস্তাব থেকে ফিরে না আসেন, তাহলে রবিবার থেকে লাগাতার আন্দোলনের ঘোষনা দেন পেশাজীবীরা।

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি আসন করার যে প্রস্তাব দিয়েছে, এর বিরুদ্ধে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করব। আগামীকাল আমরা জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করব। এছাড়া বাগেরহাটের সকল দলের রাজনৈতিক নেত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রতিবাদ করে আসছে। নির্বাচন কমিশন যদি তাদের প্রস্তাব থেকে ফিরে না আসে, তাহলে রবিবার থেকে বাগেরহাটে লাগাতার আন্দোলন করা হবে বলে জানান এই শ্রেণিপেশার।

উল্লেখ, ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। এরপর থেকে একের পর এক আন্দোলন করে যাচ্ছে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ ও পেশাজীবীগন।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।