ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

সারাদেশ

কুড়িগ্রামে তিস্তা নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, আগস্ট ২১, ২০২৫
কুড়িগ্রামে তিস্তা নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন মানববন্ধন কর্মসূচি

কুড়িগ্রামে তিস্তা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এ ভাঙনে সর্বস্বান্ত হচ্ছে শত শত পরিবার।

নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে সাদুয়া দামারহাট এলাকার স্থানীয়রা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টা ৩০মিনিট অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় ৫০০ মানুষ অংশ নেন।  

ভুক্তভোগীরা জানান, গত কয়েক বছর ধরে তিস্তার ভাঙনে তাদের বাড়িঘর, ফসলি জমি, স্কুল, মসজিদসহ সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে তারা এখন নিঃস্ব অবস্থায় জীবনযাপন করছেন।  

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে তারা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন।

ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, আমার ১২ বিঘা জমি, বাড়ি, বাগান সবই তিস্তার ভাঙনে বিলীন হয়ে গেছে। এখন আমি ফকির হয়ে গেছি। শেষ সম্বল কয়েক কাঠা জমিতে বসতবাড়ি আছে, কিন্তু সেটিও ভাঙনের মুখে।

অন্য ভুক্তভোগী মোমেনা বেগম বলেন, আমরা ত্রাণ চাই না, পুনর্বাসনও চাই না। আমরা চাই এখানে স্থায়ী বাঁধ হোক। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দায়সারা জিও ব্যাগ (বালুভর্তি বিশেষ ব্যাগ) ফেলে, যা ভাঙন রোধতো করে না, বরং ভাঙন আরও বাড়ায়।

এ বিষয়ে কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলানোর জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। এক সপ্তাহের মধ্যেই সেখানে জিও ব্যাগ ফেলা হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।