ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মেহেরপুরে মাদক মামলা পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, সেপ্টেম্বর ১, ২০২৫
মেহেরপুরে মাদক মামলা পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর: মাদক মামলায় মেহেরপুরে পাঁচ আসামিকে যাবজ্জীবন সাজা ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএসএম নাসিম রেজা এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, মেহেরপুরের গাংনী উপজেলার জামরুল ইসলাম মিস্ত্রীর ছেলে টিপু সুলতান, সাবের আলীর ছেলে স্বপন আলী, মৃতু আয়ূব আলীর ছেলে আবেদ আলী, রাজশাহীর বাঘা উপজেলার দাতপুর গ্রামের নুরু সর্দারের ছেলে রাজিব সর্দার ও গাংনী উপজেলার করমদী বহলপাড়ার মকলুচ ওরফে মকলেচুর রহমানের ছেলে জুয়েল রানা। এদের মধ্যে রাজিব সর্দার ও জুয়েল রানা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি চালায় গাংনী থানা পুলিশের একটি টিম।  

ট্রাক (যার নম্বর কুষ্টিয়া ট ১১-২০০৯) থেকে ৪৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় জুয়েল রানা পালিয়ে যান। পরে গাংনী থানার এসআই আলী রেজা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) স্বারণির ১৪(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেন।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন আজম খোকন ও রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর এ এস এম সাইদুর রাজ্জাক সাদ্দাম।  

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।