জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে নৌকাবাইচ খেলা দেখে ফেরার পথে নৌকা ডুবে মোরশেদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে তার ছয় বছরের মেয়ে শোভা আক্তার।
শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ শিশুর খোঁজে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল৷
এর আগে গতকাল শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ধারাভাষ্য ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোর্শেদা বেগম ওই এলাকার আনসার আলীর মেয়ে ও নিখোঁজ শিশু শোভা আক্তার তার মেয়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানায়, সরিষাবাড়ীতে নৌকাবাইচ খেলা শেষে অর্ধশত মানুষ নিয়ে ফেরার পথে ধারাভাষ্য এলাকায় এসে নৌকাটি ডুবে যায়। এরপর স্থানীয়রা মোরশেদা বেগমের লাশ উদ্ধার করে। এসময় নিখোঁজ হয় তার মেয়ে শোভা। অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে গেছে বলে জানায় তারা।
জামালপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. রফিকুল ইসলাম বলেন, নিখোঁজ শিশুকে উদ্ধারে সকাল থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের জামালপুর স্টেশনের তিন সদস্যের একটি ডুবুরি দল এ উদ্ধার অভিযান চালাচ্ছে। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।
আরএ