গাইবান্ধা: রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় রংপুর অঞ্চলের আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে গাইবান্ধা ও বামনডাঙ্গা রেলস্টেশনে আটকা পড়ে আছে চারটি ট্রেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে।
এদিকে গাইবান্ধা স্টেশনে আটকে আছে বুড়িমারী এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস। লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা পৌঁছায়। এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে পৌঁছে ঢাকা থেকে আসা রংপুর এক্সপ্রেস।
অন্যদিকে বামনডাঙ্গা রেলস্টেশনে আটকে আছে করতোয়া এক্সপ্রেস ও দোলনচাপা এক্সপ্রেস। দুপুর ১২টা ৪০ মিনিটে করতোয়া এক্সপ্রেস এবং দুপুর ২টা ৩৬ মিনিটে সান্তাহার থেকে ছাড়ার পর দিনাজপুরগামী দোলনচাপা এক্সপ্রেস বামনডাঙ্গায় এসে আটকে যায়।
ফলে দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষারত যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। সন্ধ্যার পরও ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় অনেকে বিকল্প যানবাহনে গন্তব্যের পথে রওনা দেন।
বর্তমানে আটকে থাকা ট্রেনগুলোর অধিকাংশ বগি ফাঁকা দেখা গেছে। অনেক যাত্রী স্টেশনে কিংবা বিশ্রামাগারে বসে অপেক্ষা করছেন ট্রেন চলাচল স্বাভাবিকের আশায়।
রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা স্টেশন মাস্টার হাইউল মিয়া বলেন, করতোয়া ও দোলনচাপা এক্সপ্রেস দুপুর থেকে অদ্যাবধি স্টেশনে আটকে আছে। ফলে যাত্রীরা অপ্রত্যাশিতভাবে টানা ভোগান্তিতে পড়েছেন। তবে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে এবং দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
এসআই