চুয়াডাঙ্গা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ইসলামী দল বা অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে, তাদের সমর্থন চাইবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রচলিত ধারায় একশ’ বছর ধরে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে এসেছে সেই নির্বাচনের মধ্যে দিয়েই তাদের কর্মসূচির পক্ষে সমর্থন আছে কি নাই তা পরিষ্কার হবে।
চুয়াডাঙ্গায় বিএনপির এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভালাইপুর মোড়ে পথসভায় এ কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু আরও বলেন, বিএনপির এখন প্রধান কাজ ভোটারদের কাছে যাওয়া। তাদের সমর্থন আদায় করা। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সম্ভাবনাময় দল এবং সেই দল নির্বাচিত হবে এটা দেশবাসী মনে করে।
এজন্য ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের কাছে যাওয়া ও নেতাকর্মীকে উৎসাহিত করাই এখন লক্ষ্য। দল যখন আনুষ্ঠানিকভাবে কাউকে প্রার্থী হিসেবে মনোনীত করবে সেই ব্যক্তির পক্ষে দল এবং জনগণ ঐক্যবদ্ধ হবে বলে প্রত্যাশা করি।
পরে তিনি আলমডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পথসভায় অংশ নেন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা এবং শহিদুল ইসলাম রতন।
এসএইচ