মানিকগঞ্জ: ‘হাত রেখে হাতে, উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ওয়েভ ফাউন্ডেশনের গ্রিন ইভ্যুলেশন প্রকল্পের আওতায় ‘বিশ্ব খাদ্য দিবস ২০২৫’ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু হেনা মোস্তফা কামাল।
সিংগাইর উপজেলা লোকমোর্চার উপদেষ্টা সদস্য জগদীশ চন্দ্র মালোর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াস হোসেন, কৃষক প্রতিনিধি মো. মনির হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এক সময় দেশে খাদ্যের চরম অভাব ছিল। সময়ের পরিক্রমায় এখন আমরা সেই অবস্থায় নেই। কিন্তু উৎপাদিত খাদ্যের মান নিয়ে প্রশ্ন রয়েছে। উৎপাদন বাড়ছে ঠিকই কিন্তু, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে খাদ্য অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ জন্য অল্প বয়সেই মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। কাজেই এখনই সময় এসেছে নিরাপদ খাদ্য নিয়ে ভাবার। খাদ্য ব্যবস্থাপনাকে নিরাপদ করার দায়িত্ব কেবল একক প্রতিষ্ঠানের নয়। এখানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত প্রয়াসের প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে সিংগাইর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম বলেন, বিশ্ব খাদ্যদিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। বিশ্বের এখনও বিপুল পরিমাণ মানুষ প্রতিদিন অভুক্ত থাকে। আজকের দিবসটি তখনই সফল হবে, যখন বিশ্বের কোনো প্রান্তে খাদ্যের অভাবে মানুষ মারা যাবে না।
এদিকে দিবসটি উপলক্ষে ওয়েভ ফাউন্ডেশনের গ্রিন ইভ্যুলেশন প্রকল্পের আওতায় সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ‘একসাথে গড়ি নিরাপদ খাদ্য ও টেকসই আগামী’ বিষয়ের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী তিন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।
এসআই