ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত মাদরাসার হেফজখানায় কোরআন শরীফ ও নৈতিক শিক্ষার বই বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার চাঁদপুর গ্রামের আল জামিয়াতুল গফুরিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে ৩০ জন শিক্ষার্থীর হাতে ঝিনাইদহ জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এসব কোরআন শরিফ ও বই তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, মনোবিদ সাব্বির আহমেদ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক অরিত্র কুণ্ডু, বসুন্ধরা শুভসংঘের হরিণাকুন্ডু উপজেলা শাখার আহ্বায়ক এইচ আর রুবেল, যুবনেতা ও সাংবাদিক মিশন আলী, মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল গাফফার, হরিণাকুন্ডু যুব অধিকার পরিষদের সভাপতি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক অরিত্র কুণ্ডু জানান, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ হরিণাকুন্ডু হেফজখানায় কোরআন শরিফ ও বই বিতরণ করা হয়েছে। আমাদের এমন কর্মসূচি অব্যাহত থাকবে।
এসআই