দিনাজপুর: দিনাজপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও ইংরেজিতে দক্ষতা বাড়াতে বিশেষ কর্মশালার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ ক্যারিয়ার ক্লাব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় আত্মপরিচয় দেওয়া, আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগ রপ্ত করা এবং চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া।
এ সময় অংশগ্রহণকারীরা হাতে-কলমে দিকনির্দেশনা পান- কীভাবে বাস্তব জীবনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করা যায়।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল মোমেন।
তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘ ক্যারিয়ার ক্লাবের এ আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। এ রকম ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকলে দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা অবশ্যই দক্ষ হয়ে গড়ে উঠবে। এ প্রোগ্রামের সঙ্গে যারা জড়িত, তাদের ধন্যবাদ জানাচ্ছি। এ রকম আয়োজন আরও হোক দিনাজপুর সরকারি কলেজে। অব্যাহত থাকুক এমন ভালো কাজের ধারা।
এসময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘ ক্যারিয়ার ক্লাবের চিফ কো-অর্ডিনেটর ইয়াছির আরাফাত রাফি, সিনিয়র কো-অর্ডিনেটর অরূপ কুমার রায়, রিসার্চ অ্যান্ড ইনোভেশন হেড জাকির হোসেন রিফাত, কো-অর্ডিনেটর আতিকুল ইসলাম আতিক, আবু তাহের ইমন, আসাদুন নাহার মুক্তা, শাহরিয়ার কবির শাওন, কলেজ শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. রোকোনুজ্জামান হৃদয়, কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন, অপূর্ব রায়, আলিফা আক্তার মৌ, নিয়নসহ অনেকে।
বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি বলেন, বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীদের মেধা বিকাশ, ব্যক্তিত্ব গঠন ও ক্যারিয়ার উন্নয়নে নিয়মিত কাজ করছে। আজকের এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় আত্মবিশ্বাসী হয়ে নিজেকে উপস্থাপনের কৌশল শিখবেন। যা তাদের ভবিষ্যৎ জীবনে বড় ভূমিকা রাখবে। আমরা চাই, দেশের প্রতিটি তরুণ আত্মবিশ্বাসী হোক এবং বিশ্বায়নের যুগে নিজেদের দক্ষতা দিয়ে দেশকে এগিয়ে নিক। বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ আগামী প্রজন্মকে নতুনভাবে অনুপ্রাণিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ইংরেজি দক্ষতা চর্চার নতুন দিক উন্মোচন করেছে।
এসআই