ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে বসুন্ধরা শুভসংঘ টিমের অংশগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, সেপ্টেম্বর ১১, ২০২৫
কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে বসুন্ধরা শুভসংঘ টিমের অংশগ্রহণ বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার প্রতিনিধি টিম

টোয়েন্টিফোর আওয়ার কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার প্রতিনিধি টিম অংশ নেয়।  

আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত টোয়েন্টিফোর আওয়ার কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে বসুন্ধরা শুভসংঘ টিমসহ বিভিন্ন টিম অংশ নেয়।

 

টোয়েন্টিফোর আওয়ার কংক্রিট কিউব কম্পিটিশনে বসুন্ধরা শুভসংঘ টিমের প্রতিনিধিত্ব করেন এ ই এম ফাহিম হাসান, মো. সাব্বির হোসেন রুপক এবং মো. শাফায়াত হোসেন।  

এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের এই ব্যতিক্রমী প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সর্বনিম্ন খরচে শক্তিশালী কনক্রিট বানানো। প্রতিযোগীদের মধ্যে অপচয় রোধ এবং শক্তিশালী কংক্রিট নির্মাণে ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।  

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বসুন্ধরা শুভসংঘ টিমের লিডার ও ভাটারা থানা শাখার সাংগঠনিক সম্পাদক এইএম ফাহিম হাসান বলেন, কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে অংশ নিয়ে কিছু বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। দলগত সমন্বয় ও টেকনিক্যাল দক্ষতা বৃদ্ধি, দ্রুত সমস্যা সমাধান করার সক্ষমতা এবং তাত্ত্বিক জ্ঞানকে হাতে-কলমে রূপ দিতে শিখেছি।

বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার সভাপতি মো. সাব্বির হোসেন রুপক বলেন, কনক্রিট সিলিন্ডার টেস্টের মাধ্যমে আমরা কনক্রিটের কম্প্রেশনাল শক্তি, কিউরিং প্রক্রিয়ার প্রভাব, ব্যবহৃত উপাদানগুলোর গুণগতমান ও সম্ভাব্য ত্রুটি বা দুর্বলতা সম্পর্কে ধারণা পেয়েছি।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বসুন্ধরা শুভসংঘের টিম মেম্বার মো. শাফায়াত হোসেন বলেন, কনক্রিট সিলিন্ডার টেস্ট হলো কংক্রিটের সংকোচনমূলক শক্তি যাচাই করার একটি প্রচলিত ও গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পরীক্ষায় কংক্রিটের সিলিন্ডার তৈরি করা হয়েছে এবং ২৪ ঘণ্টা পর কম্প্রেশন টেস্টিং মেশিন দিয়ে পরীক্ষা করা হয়েছে, যা কংক্রিটের কম্প্রেসিভ শক্তি পরিমাপ করে থাকে।

তিনি আরও বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম ও প্রতিযোগিতায় সদস্যদের এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।

এ সময় প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, অংশগ্রহণকারী বিভিন্ন দলের সদস্যরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ