এশিয়া কাপের সুপার ফোরে ভারত–পাকিস্তান ম্যাচে পাকিস্তানি ওপেনার ফখর জামানের আউটকে ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ভারত ১৭২ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয়।
পাকিস্তানের ইনিংসের তৃতীয় ওভারে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ তুলে আউট হন ফখর জামান। তবে রিপ্লেতে দেখা যায় বল মাটিতে লেগেছিল কি না তা স্পষ্ট নয়। দীর্ঘ সময় রিপ্লে পর্যালোচনার পর তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। ফখর নিজেও সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এবং ক্ষোভ প্রকাশ করেন ড্রেসিংরুমে ফেরার পথে।
ফখরের আউট নিয়ে সাবেক তারকা পেসার শোয়েব আখতার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ফখর আউট ছিল না। ওর তো বেনিফিট অব ডাউট পাওয়া উচিত ছিল। ২৬টা ক্যামেরা বসানো আছে, কিন্তু সঠিক অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে না কেন? মাত্র দুইটা অ্যাঙ্গেল দেখে সিদ্ধান্ত দিয়ে দিল। ’
‘এর মধ্যে এক জায়গায় তো বল মাটিতে লেগে ছিল বলে মনে হচ্ছিল। ফখর খেলতে থাকলে হয়তো ম্যাচের চিত্রই পাল্টে যেত। সামগ্রিকভাবে আম্পায়ারিংয়ের মান, বিশেষ করে থার্ড আম্পায়ারিং একেবারেই সন্তোষজনক মনে হয়নি। ’
ফখরের আউট এবং শোয়েব আখতারের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তুলেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ২৬ ক্যামেরা থাকার পরও কেন তৃতীয় আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিতে পারলেন না। অন্যদিকে ভারতীয় সমর্থকরা মনে করছেন, সিদ্ধান্ত যথাযথই ছিল।
এমএইচএম