পাঁচ বছরের শিরোপা খরা কাটিয়ে আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতল ত্রিনবাগো নাইট রাইডার্স। গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে তিন উইকেটে হারিয়ে প্রভিডেন্স স্টেডিয়ামে দলটি তুলে নিল রেকর্ড পঞ্চম শিরোপা।
সবচেয়ে অভিজ্ঞ একাদশ নিয়ে নামা (গড় বয়স ৩৪ বছর ১১৭ দিন) নাইট রাইডার্স শুরু থেকেই বোলিংয়ে আধিপত্য দেখায়। টস হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম বলেই আন্দ্রে রাসেল ফিরিয়ে দেন ইন-ফর্ম কুইন্টন স্যাম্পসনকে। এরপর কিছুক্ষণ ব্যাট চালান বেন ম্যাকডারমট (১৭ বলে ২৮), তবে যুক্তরাষ্ট্রের বোলার সৌরভ নেত্রাভলকারের নিয়ন্ত্রিত বোলিংয়ে থমকে যায় ওয়ারিয়র্স।
অর্ধেক ইনিংস শেষে গায়ানার সংগ্রহ ছিল ৫৭/৩। পরের দিকে ইফতিখার আহমেদ (৩০) আর ডোয়াইন প্রিটোরিয়াস (২৫) কিছুটা লড়াই করলেও দলটি ৮ উইকেট হারিয়ে থামে ১৩০ রানে। ২৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার ছিলেন নেত্রাভলকার।
রান তাড়ায় নামা নাইট রাইডার্স শুরুতে এগিয়ে যায় রোমারিও শেফার্ডের একটি ওভারে ২২ রান তুলে। তবে স্পিনারদের ঘূর্ণিতে রান তোলা কঠিন হয়ে পড়ে। নিকোলাস পুরান ব্যর্থ হলেও সুনীল নারিন হঠাৎ জ্বলে ওঠেন; দুই ছক্কায় দলকে ম্যাচে ফেরান তিনি।
এরপর আসে পোলার্ডের ঝড়। ইমরান তাহিরকে টানা তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচকে প্রায় একপেশে করে দেন। তবে তাহির পাল্টা আঘাত হানেন পোলার্ড ও রাসেলকে ফিরিয়ে। পরে শামার জোসেফ অ্যারেক্স হেলসকে আউট করে ম্যাচে রোমাঞ্চ ফেরান।
তবে ঠান্ডা মাথায় খেলতে থাকেন আকিল হোসেন। ১৮তম ওভারে এক ছক্কা ও এক বাউন্ডারিতে জয় নিশ্চিত করেন তিনি। এতে তিন উইকেটে জয় পেয়ে সিপিএলের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন হয়ে গেল ত্রিনবাগো নাইট রাইডার্স।
আরইউ