ঢাকা: আফগানিস্তানে ক্ষমতা ভাগাভাগির ভিত্তিতে জাতীয় ঐক্যের সরকার গঠনে একমত হয়েছেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী আশরাফ ঘানি ও আবদুল্লাহ আব্দুল্লাহ।
রোববার রাজধানী কাবুলে প্রেসিডেন্সিয়াল প্যালেসে এক অনুষ্ঠানে এ লক্ষ্যে একটি চুক্তিতে সই করেন তারা।
এই চুক্তির মাধ্যমে এপ্রিল ও জুনে দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচনের পর দুই প্রার্থীর মধ্যে কয়েক মাস ধরে চলমান বিবাদের অবসান ঘটলো। বহুল প্রতীক্ষিত এ চুক্তি সই অনুষ্ঠান রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পূর্ণ ফলাফল শিগগির প্রকাশ হওয়ার কথা রয়েছে। তবে প্রাথমিক ফলাফলে এগিয়ে ছিলেন আশরাফ ঘানি। নির্বাচনে উভয়পক্ষই কারচুপির অভিযোগ তুলেছিল।
সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রেসিডেন্সিয়াল প্যালেসে চুক্তি স্বাক্ষরের পর উভয়পক্ষ কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করে।
ঐক্যের সরকার গঠনে মতৈক্যে পৌঁছানোয় আশরাফ ঘানি ও আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাই। ক্ষমতা ভাগাভাগির ভিত্তিতে স্বাক্ষরিত এ চুক্তিকে দেশের প্রগতি ও উন্নয়নের সড়ক বলে অভিহিত করেছেন কারজাই।
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট পদে শপথ নিতে পারেন আশরাফ ঘানি। একইসঙ্গে সরকারের সিইও পদে দায়িত্ব নিতে পারেন আব্দুল্লাহও।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪