ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুক্তি পেল লিবিয়ায় অপহৃত তিন তুর্কি ইঞ্জিনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
মুক্তি পেল লিবিয়ায় অপহৃত তিন তুর্কি ইঞ্জিনিয়ার ছবি: প্রতীকী

ঢাকা: লিবিয়ার দক্ষিণাংশের শহর উবারিতে অপহৃত তিন তুর্কি ইঞ্জিনিয়ারকে ফিরিয়ে দিয়েছে অপহরণকারীরা।

শনিবার (২৩ জুন) জাতিসংঘ সমর্থিত লিবিয়ান সরকার আন্তর্জাতিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।  

২০১৭ সালের নভেম্বরে অজ্ঞাত সশস্ত্রবাহিনী তিনজন তুর্কি ও একজন দক্ষিণ আফ্রিকার ইঞ্জিনিয়ারকে অপহরণ করে।

অপহৃত ইঞ্জিনিয়াররা লিবিয়ার উবারি শহরে তুর্কি কোম্পানি ইনকার একটি পাওয়ার প্ল্যান্টে কাজ করতেন। তবে এখনও দক্ষিণ আফ্রিকার অপহৃত ইঞ্জিনিয়ারের কোনো খোঁজ পাওয়া যায়নি।

লিবিয়ার সরকার এক বিবৃতিতে অপহৃত তিন ইঞ্জিনিয়ারের মুক্তির তথ্য নিশ্চিত করে জানায়, ত্রিপলি হয়ে তুর্কিতে তাদের ফিরিয়ে দেয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।