ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পরাজয় মেনে নিলেন মুহাররেম ইনচ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
পরাজয় মেনে নিলেন মুহাররেম ইনচ এরদোয়ানে

ঢাকা: তুরস্কের নির্বাচনে তাইয়েপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বি মুহাররেম ইনচ তার পরাজয় মেনে নিয়েছেন।

সোমবার (২৫ জুন) আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেন। এসময় পরাজয় স্বীকার করে নির্বাচনকে অন্যায্য দাবি করেন তিনি।

এছাড়াও দেশ একনায়কের মতো ভয়ঙ্কর শাসন ব্যবস্থায় প্রবেশ করলো বলেও সতর্ক বাণী দেন এ নেতা।

মুহাররেম ইনচ রিপাবলিকান পিপলস পার্টির প্রার্থী ছিলেন। নির্বাচনে ইনচ ৩১ শতাংশ ভোট পান। অপরদিকে প্রেসিডেন্ট এরদোগান ৫২.৫ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন।

সংবাদ সম্মেলনে ইনচ পরাজয় স্বীকার করে বলেন, আনুষ্ঠানিক ফলাফল ও তার দলের হিসাবকৃত ফলাফলে মধ্যে তেমন কোন পার্থক্য ছিল না।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।