ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুবিধা নিশ্চিত করলে পারমাণবিক চুক্তিতে থাকবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
সুবিধা নিশ্চিত করলে পারমাণবিক চুক্তিতে থাকবে ইরান সংবাদ সম্মেলনে হাসান রুহানি/ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে থাকবে যদি চুক্তি স্বাক্ষরকারী অন্য দেশগুলো সুবিধা নিশ্চিত করে। 

বুধবার (০৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে হাসান রুহানি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসাকে ‘অবৈধ’ হিসেবে উল্লেখ করেন রুহানি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বা অন্য যে কোনো দেশ চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত থেকে লাভবান হবে না।  

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেসিডেন্ট হাসান রুহানির সংবাদ সম্মেলনটি সম্প্রচার করে।  

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, রাশিয়া এবং চীন পারমাণবিক চুক্তিতে সম্মত হয়। এ চুক্তির ফলে ইরানের উপর কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ইরানের সঙ্গে হিজবুল্লাহ, ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুতি এবং সিরিয়া ইস্যুতে ইরানের অবস্থানের কারণে ট্রাম্প এ চুক্তি থেকে বেরিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এ‌এইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।