ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘থাই নৌবাহিনীর আরও প্রশিক্ষণ দরকার’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
‘থাই নৌবাহিনীর আরও প্রশিক্ষণ দরকার’ উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত

ঢাকা: থাই গুহায় আটকে পড়া খুদে ফুবলারদের শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান সফল করে এখন দেশটির নৌবাহিনী সীলকে আরও উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। যাতে করে এমন অপ্রত্যাশিত জরুরি ঘটনা সহজেই মোকাবেলা করতে পারেন বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডাম বলেন, সীলদের গুহা ও জলে ডুবে থাকার জন্য আরও উন্নত প্রশিক্ষণ দরকার।

শুক্রবার (১৩ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমে উদ্ধার অভিযান সফল করার জন্য তার বাহিনীর সদস্যদের প্রশংসা করেন কমান্ডার।

এসময় তিনি তার সদস্যদের আরও উন্নত প্রশিক্ষণ দেবেন বলে জানান।

নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার খাই তোচাইফুম বলেন, থাম লুয়াং গুহায় যখন ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ আটকে গিয়েছিল তখন কি করে উদ্ধার করা যায়, তা নিয়ে খুব চিন্তিত ছিল দেশের নৌবাহিনী। প্রথমে কিছুই জানা ছিল না আমাদের, এমন কঠিন পরিস্থিতিতে কী করতে হবে? এছাড়া কারও গুহায় বা জুলে ডুবে বেশি সময় থাকার অভিজ্ঞতা ছিল না। পরে সারা বিশ্বের বিশেষজ্ঞদের সহায়তা এবং ব্রিটিশ ডুবুরি দলের সাহায্যে আমরা সফল হয়েছি। এতে আমাদের অবদানও কম নয়। তবে উন্নত প্রশিক্ষণ নিয়ে ভালোভাবে প্রস্তুত থাকতে হবে আমাদের।

গত ২৩ জুন বার্ষিক ভ্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় গিয়ে হারিয়ে যায় ১১-১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও ২৫ বছর বয়সী তাদের কোচ। পরে ২ জুলাই উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় তাদের সন্ধান পায় ব্রিটিশ ও থাই ডুবুরি দল। এরপর রোববার (০৮ জুলাই) থেকে মঙ্গলবার (১০ জুলাই) তিন দিনের শ্বাসরুদ্ধকর অভিযানে তাদের উদ্ধার করা হয়। বিপজ্জনক ও অত্যন্ত কঠিন এ উদ্ধার অভিযান গোট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে থাইল্যান্ড। প্রশংসাও পাচ্ছে দেশটির নৌবাহিনী।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।