ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে তল্লাশি চৌকিতে বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
ফিলিপাইনে তল্লাশি চৌকিতে বিস্ফোরণে নিহত ১০ বিস্ফোরণে ছবিটি সংগৃহীত, পাশেই মরদেহ পড়ে আছে

ফিলিপাইনের দক্ষিণে সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ নিহত হয়েছেন। ঘটনাটির সঙ্গে ‘জঙ্গি’ সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ সকালে) সকালে দুর্গম বাসিলান নামক স্থানে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তল্লাশি চৌকিতে সেনা সদস্যরা একটি ভ্যানকে থামিয়ে এর চালককে জিজ্ঞাসাবাদ করছিলেন।

এর মধ্যে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় ১০ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে একজন সেনা সদস্য, মা ও তার সন্তান রয়েছেন বলে জানা গেছে।

ঘটনাস্থলটি অপহরণ ও দস্যুপনায় ‘সিদ্ধহস্ত’ আবু সাইফ গ্রুপের শক্ত অবস্থান হিসেবে পরিচিত এবং দক্ষিণপূর্ব এশিয়ার আইএস’র ‘প্রধান’র আবাসস্থল; যিনি গতবছর মারা গেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

বিস্ফোরণের বিষয়ে ওই এলাকার স্কাউট রেঞ্জার ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল মন আলমোদভার সংবাদ মাধ্যমকে বলেন, হামলার লক্ষ্যবস্তু কি ছিলো তা আমার কাছে পরিষ্কার নয়, তবে তাদের (হামলাকারী) লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

বাসিলান গর্ভনর জিম সালিমান জানিয়েছেন, বিস্ফোরণের পেছনে আবু সাইফ গ্রুপের সম্পৃক্ততার খবর পাওয়া গেছে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানান নি।

অস্থিরতার কারণে এলাকাটি অধিকাংশ ফিলিপিনো ও পশ্চিমা নাগরিকদের চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।