ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ভূমিধসে ৭ শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
নেপালে ভূমিধসে ৭ শিশুসহ নিহত ৮ নেপালে বন্যা। ছবি: সংগৃহীত

ঢাকা: নেপালে ভূমিধসে সাত শিশু ও এক নারী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

সোমবার (০৬ আগস্ট) নেপাল কর্তৃপক্ষ টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার কারণে আরও ভূমিধসের আশঙ্কায় সতকর্তা জারি করেছে।

দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে ৩০০ কিলোমিটার দূরে ভেরি শহরে প্রবল বর্ষণেও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা।

এখনও নিখোঁজ রয়েছে এক বালক। তাকে খুঁজছেন উদ্ধারকর্মীরা।

ভেরি শহরের একজন ঊধ্বর্তন সরকারি কর্মকর্তা কৃষ্ণা প্রসাদ খাদিওয়াদা বলেন, উদ্ধারকর্মীরা কাদার মধ্যে কাজ করছে। ১২ বছর বয়সী এক বালক এখনও নিখোঁজ রয়েছে।

তিনি এও বলেছেন, নিহত শিশুদের বয়স তিন থেকে ১১ বছর।

সাধারণত নেপালের পাহাড়ি অঞ্চলগুলোতে জুন থেকে সেপ্টেম্বরের বর্ষা মৌসুমের বৃষ্টিতে বন্যা ও ভূমিধস হয়ে থাকে।

কাঠমান্ডু’র আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা সামির শ্রেষ্ঠা বলেন, মঙ্গলবার (০৭ আগস্ট) নেপালের কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে আরও ভূমিধস হতে পারে ও বন্যার পানির স্তর বাড়তে পারে।

তিনি আরও বলেন, দেশটির দক্ষিণাঞ্চলের নিম্নভূমি তেরাইয়ের অধিবাসীদের সতর্ক করা হয়েছে। এ অঞ্চলে বন্যার কারণে নদীতে পানির স্তর বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।